পারকী সৈকতে বখাটেদের উৎপাত বাড়ছে দিন দিনই। স্থানীয় বখাটে তরুণেরা মোটরসাইকেল নিয়ে সৈকতে দলবেঁধে ঘোরাঘুরি করে। তার উপর একটি প্রাইভেট কার সবসময় বীচে চলাচল করে। প্রাইভেট কারটি সমুদ্রে বেড়াতে আসা পর্যটকদের বালুচরে ঘুরিয়ে থাকে টাকার বিনিময়ে। এতে পর্যটকেরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন না। কয়েক বছর আগে মোটরসাইকেলের ধাক্কায় সৈকতে বেড়াতে আসা এক শিশু মারা গেলে কিছুদিন বন্ধ ছিল এ যন্ত্রণা। কিন্তু এ বছর আবারও শুরু হয়েছে বখাটেদের উৎপাত। সম্প্রতি দেখা যায়, বীচে কিছু বখাটে তরুন খুব সংক্ষিপ্ত পোষাক পড়ে বীচে উশৃংখল আচরণ করেছে।যেটি সমুদ্র সৈকতে বেড়াতে আসা বিভিন্ন বয়সী নারীরা বিব্রত বোধ করেছে। এসবে বিষয়ে সজাগ থাকা জরুরি। সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
Discussion about this post