আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাড়া বাসা থেকে অদ্রিতা দাস (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বৈরাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খানবাড়ি এলাকায় আবুর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা যায়, নিহত অদ্রিতা দাস রাউজান উপজেলার গহিরা এলাকার সুমন নাথের মেয়ে। তার স্বামী টিপু দাস একজন প্রবাসী।
নিহত অদ্রিতা দাসের দাদী বলেন, আমি প্রায় সকালে নাতনীর বাসায় আসি আজ সকালে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখলাম আমার নাতনি ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিমের মা অঞ্জু নাথ লিখিতভাবে জানানোর পর আনোয়ারা থানার অপমৃত্যু মামলা নং -৫/২৩ তারিখ ২৫-৪-২৩রুজু করা হয়। মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।
Discussion about this post