আনোয়ারা প্রতিনিধি ; আনোয়ারায় মসজিদ কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ৮টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আনোয়ারুল ইসলাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম জামে মসজিদের কমিটি গঠন নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত কয়েক মাস ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে কয়েকবার বিরোধ মিটানোর চেষ্টা করা হলেও তা হয়নি। গত সোমবার রাতে উভয় পক্ষ আবারো বিরোধে জড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, গত সোমবার রাতে মসজিদ কমিটির বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
Discussion about this post