আনোয়ারা প্রতিনিধি :
প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এবারও আনোয়ারার বিভিন্ন গ্রামে আজ পালিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর। সাথে দক্ষিণ চট্টগ্রামের প্রায় শতাধিক গ্রামেও পালিত হচ্ছে ইদুল ফিতর।
দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গ্রামসহ আনোয়ারার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাঠাখালী, রায়পুর, গুজরাসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় শতাধিক গ্রামে আজ ইদুল ফিতরের নামাজে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানেরা।
উল্লেখ, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান (র.) শাহ’র জাহাঁগিরী ২০০ বছর আগে বিশ্বের কোথাও প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তাদের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করার নিয়ম প্রর্বতন করেন।
তার সেই দেখানো পথে আজ অবধি এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ইদ উদযাপন করে আসছেন।
Discussion about this post