আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় গরুসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নজুমিয়ার খাল এলাকায় চোরাই গরু পারাপারের সময় তাদের আটক করা হয় বলে জানান স্থানীয়রা।
আটককৃতরা হলেন, সাইদুল ইসলাম প্রকাশ মানিক ( ৩০) , আশরাফুল ইসলাম (২৭), রিমন(২৩), রাশেদ (২২), এরফান(২৫) । তারা সবাই বাঁশখালী উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বঙ্গোপসাগরের সাঙ্গুর মোহনায় স্থানীয় জেলেরা মাছ ধরতে বের হলে একটি চোর চক্রকে দেখতে পাই। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রলারে থাকা চোরাই গরুসহ ঐ চক্রের ৫ সদস্যকে আটক করে।
প্রত্যক্ষদশীরা জানান, সঙ্গবদ্ধ চোর চক্রটি রাতে গরু চুরি করে ট্রলারে করে নদী পথে বাঁশখালীর এক জায়গা থেকে অন্য জায়গায় উঠতে চেয়েছিলো মানুষের ধাওয়া খেয়ে গহিরা নজুমিয়ার খালে এসে ট্রলার নষ্ট হয়ে আটকে যায় ।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট বাঁশখালি থানায় হস্তান্তর করা হবে। সেখানে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
Discussion about this post