আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আনসার (৩৫), সাজু মজুমদার (৩২), সুমন (৪০) ও ইউচুপ (৩৬)। আহতদের মধ্যে আনসারের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। আনোয়ারা থানার ওসি মির্জা মো. হাছান জানান, গতকাল দুপুরে বাঁশখালী সুপার সার্ভিসের একটি বাসের ধাক্কায় চার সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়। বাসের চালক ও হেলপাররা পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।
Discussion about this post