অধিকার ডেস্ক :আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
আনোয়ারা উপজেলার ১০টি, বাঁশখালী ১টি, সাতকানিয়া ২টি ও লোহাগড়ার ২টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি মসজিদ ৩টি মন্দির ও ১টি বিহারসহ মোট ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।
বরাদ্দকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, পূর্ব বারখাইন নবী জামে মসজিদ, পূর্ব ঝিওরী আজিজিয়া হাকিমীয়া জামে মসজিদ, পূর্ব বারখাইন বরদা মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা বাড়ি ও লোকনাথ ধাম,পরৈকোড়া ইউনিয়ন, ভিংরোল জামালুস ছাত্তার জামে মসজিদ, বারশত ইউনিয়ন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদ,বরুমচড়া ইউনিয়ন হাসান সর্দার পাড়া জামে মসজিদ, শোলকাটা আইনউদ্দীন সিকদার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ, বারশত ইউনিয়ন নাছু মাতব্বর জামে মসজিদ, চাতরী ইউনিয়ন কেঁয়াগড় সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, পূর্ব বারশত শ্রী শ্রী অনুকুল চন্দ্র সংঘঙ্গ আশ্রম, চন্দনাইশ দক্ষিণ হারলা বাইতুন নুর জামে মসজিদ,চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন ডেবারকুল পশ্চিম পাড়া জামে মসজিদ, বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন পশ্চিমপাড়া বায়তুন নুর জামে মসজিদ,সাতখানিয়া চাঁদির পুকুরপাড় কবরস্থান,সাতকানিয়া নলুয়া ইউনিয়ন রামকৃষ্ণ মন্দিরে তোরণ নির্মাণ,লোহাগড়া পূর্ব উকিলের পাড়া জামে মসজিদ,পশ্চিম কলাউজান রাজা পুকুর পাড় জামে মসজিদ, হেফজ ও এতিমখানা।
Discussion about this post