মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মোহাম্মদ সোহেল রানা (২৯) ও মোহাম্মদ মাহমুদুল হাসান (২৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় ইয়াবা ট্যাবলেট পাচারে ব্যবহৃত সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল (যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫) আটক করা হয়।
থানা পুলিশ জানায়, ৯ এপ্রিল রোববার ভোরবেলা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ফুলকলি নামীয় দোকানের সামনে রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেলে তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ ভাবে রক্ষিত চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ আটক করা হয়। উদ্ধারকৃত চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন চারশত গ্রাম , যারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা পলাশতলী এলাকার মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল রানা ও মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রোববার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post