আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) এসআই কাউছার হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, আনোয়ারা- বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ ব্রীজের উত্তর মাথায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী একটি সিএনজি’র ভিতর থেকে রহিম শেখ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায় আটককৃত রহিম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিজামকান্দি গ্রামের শাহজাহান শেখের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এস আই শাহেদ হোসেন বলেন, ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post