আনোয়ারা প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারায় প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
বৃহস্পতিবার ও শুক্রবার (৬-৭ এপ্রিল) উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এমপির পক্ষে ২শত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ ও নাজিম উদ্দীন ছোটন সহ আরও অনেক।
Discussion about this post