মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষামূলক,সমাজ কল্যাণমুখী সংগঠন “চন্দনাইশ স্টুডেন্টস’ এসোসিয়েশন(সিএসএ),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২০২২-২০২৩ সেশনের কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষ্যে গত ৩১শে মার্চ এক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কার্যনির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মোঃ তাহমিদুর রহমান মুন্না কে সভাপতি, শাহ্জাদা সৈয়দ জাবের হাসান কে সাধারণ সম্পাদক এবং কায়াচুল আলম কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, সিএসএ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী (রোমেল), মুলকুতুর রহমান মুনির, মোঃ তাহের উদ্দীন, এডভোকেট খালেক সামি, এডভোকেট শওকতুল আলম, আব্দুল্লাহ আল ফারুক, কামাল মাসহাদ এডভোকেট মিরাজ মিয়া, জাহিদুল ইসলাম জাহী, উত্তম বিশ্বাস, শাহ্জাদা জিয়াউদ্দীন রোহান, আবির হাসান তানজীব, মোহাম্মদ ইলিসায়, সদ্য বিদায়ী সভাপতি নোমান বিন হাসান রেজা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
Discussion about this post