আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা এপ্রিল ) দুপুর ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বটতলী রুস্তম হাটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়
অভিযানের বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৪টি মামলায় ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম মনিটরিং করা হয় এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।
Discussion about this post