এস এম ওমর ফারুক – চন্দনাইশ প্রতিনিধি : সংযম ও আত্মশুদ্ধির মাস রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে মূল্যতালিকা প্রদর্শন করে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম। শুক্রবার (৩১ মার্চ) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদরের সড়ক যানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর ও যানবাহন শাখার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কবির উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, এস.এম জামাল উদ্দিন মেম্বার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লোকমান হাকিম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী।
এসময় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, এএসআই মো. আলাউদ্দিন, এএসআই মোহাম্মদ নুর নবী, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া, আবুল কাশেম লেদু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, আ.লীগ নেতা মো. ইদ্রিস, হারুন-উর-রশীদ, কলিম উল্যাহ, বন্ধন বড়ুয়া, ওসমান আলী ভুট্টো, ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম, শহিদুল আলম, পেঠান সওদাগর, মো. মামুন, মোবারক হোসেন, জাফর আলী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post