আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা-কর্ণফুলী ও চন্দনাইশ উপজেলার ৫’শ দুস্থ পরিবারে নীডি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। ২৯ মার্চ বুধবার নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলম খানের উপস্থিতিতে আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ায়, কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে ও চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে দুস্থ রোজাদার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুকুল,মোহাম্মদ মুছা মুনিরী, আজম কুতুবী,এইচ এম ইসহাক মেম্বার,ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন,মাওলানা নজির আহমদ,হাফেজ ফোরক,আরিফুল হাসান,শাহেদ খান প্রমুখ।
নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলম খান বলেন, নীডি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের দুস্থ,অস্বচ্ছল মানুষকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে। এবারের রমজানে প্রথম ধাপে তিন উপজেলার ৫’শ দুস্থ রোজাদার পরিবারে নীডি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাকী রমজানগুলোতেও এভাবে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে।
Discussion about this post