মোহাম্মদ ওমর ফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যার সকল শহীদের প্রতি চন্দনাইশ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন!চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মাদ আলামগীর ইসলাম ও সাধারণ সম্পাদক, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান এর নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এই সময়ে থানা ছাত্রলীগের সভাপতি, মোহাম্মদ আলমগীরুল ইসলাম বলেন;
বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মাতৃভূমিকে মুক্ত করার ডাক দিয়েছিলেন। তিনি শত্রুসেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানান।
এই সময়,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক, মো:মাসুদ চৌধুরী, জমির উদ্দিন সাগর, নাঈম ভূঁইয়া,সাইফুল কালাম সাব্বির,ইফতেখার আলম সজীব,আবছার ফারুবী, মো:দিদার, সাদেক,তুষার,হামিদ,মিজান,ফরহাদ,হুজ্জাদ, ইমতু সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন।
Discussion about this post