আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারায় বাজার মনিটরিং করতে গিয়ে ১০ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মালঘর বাজারে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।
অভিযান পরিচালনা করেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ও নির্ধারিত মূল্যের অধিক মূল্য পণ্য বিক্রি ১০টি দোকানের ১০ জন ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়।
Discussion about this post