আনোয়ারা প্রতিনিধি :বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠনের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা উপলক্ষে আনোয়ারায় আয়োজিত গীতা প্রতিযোগিতার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত বলেছেন, গীতাজ্ঞান মানুষের মধ্যে মানবিকতার উন্মেষ ঘটায়। গীতার সার্বজনীন বাণী মননে ধারণ করতে পারলে আলোকিত ও সৌহার্দ্যময় সমাজ এবং দেশ গড়া সম্ভব।
তিনি আজ ( ২৪ মার্চ ) শুক্রবার দুপুরে আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের আবদুল জলিল হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-আনোয়ারা উপজেলা শাখার স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিউটন সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতার আহবায়ক বিপুল কান্তি দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত,পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা উপ পরিষদের সদস্য সচিব অধ্যাপক শিপুল দে,
শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা আনোয়ারা উপজেলার সদস্য সচিব সুশান্ত শীল
আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা আগামী ৩১ মার্চ চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
Discussion about this post