আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ মার্চ) ভোরে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার উজ্জ্বল দত্তের ছেলে পলাশ (২৬), রতন মল্লিকের ছেলে শিপংকর (২৭) ও নারায়ন দত্তের ছেলে চন্দন (২৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রকি (২০) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবির একটি টিম।
উল্লেখ্য যে, গত ১৫মার্চ উপজেলা চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে নিয়ে গিয়ে প্রেমিক রকি,তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে এক কিশোরী (১৬) কে গণধর্ষণ করে। পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
Discussion about this post