আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থী ও দুজন শিক্ষক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইলিয়াছ ও শেলী দেবী এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহম্মদ ছফা, আলী আসগর, সজীব কান্তি বিশ্বাস, বদিউল আলম, ইন্দিরা বড়ুয়া প্রমুখ।
বিদায়ী শিক্ষক আব্দুল আজিম ও মতিয়ার রহমানকে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজভন্ড উপহার দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দেন অন্য শিক্ষার্থীরা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি শেষ করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
Discussion about this post