আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা সদরের সুমন ভিলা নামে বাণিজ্যিক একটি ভবনের ৫ম তলায় মোবাইল টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায় উপজেলা সদরের প্রবাসী সোনামিয়ার মালিকানাধীন ভবনের ৫ম তলায় বাংলালিংক কোম্পানীর মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর ভবনে ভাড়ায় বসবাস করা ৩২টি পরিবারের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ২ ঘন্টার বেশি চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টাওয়ারের ভোল্টেজ বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলা সদরের পাঁচতলাবিশিষ্ট সুমন ভিলা নামের একটি বাণিজ্যিক ভবনের ছাদে বাংলালিংকের টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার বেশি প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করছি টাওয়ারের বৈদ্যুতিক লাইনের ভোল্টেজ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান জানান,আগুন লাগার ঘটনা শুনেছি,তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
Discussion about this post