আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে প্রতিবছরের মতো এবছরও হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে রবিবার (১৯ মার্চ) ভোর থেকে বিভিন্ন উপজেলার হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীরা দলে দলে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন সৈকতের পাড়ে।
হিন্দু ধর্মাবম্বীদের বিশ্বাস, আজকের দিনে স্নান করলে মনের সকল কুটিলতা, সংকীর্ণতা ও পাপ মোচন হয়। এসময় পূণ্যার্থীরা তাদের পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন।
রতন কান্তি দাশ নামে এক পূণ্যার্থী বলেন, আমার বাবা এবং পূর্বপুরুষদের জল দিতে আমি এখানে এসেছি। পূর্বপুরুষদের প্রতি এই দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য।
উৎসব কমিটির সভাপতি কল্লোল সেন বলেন, প্রতিবছরের মতো এই বছরেও আমরা মেলার আয়োজন করেছি। বৈরী আবহাওয়ার কারণে সকালে লোকজন কম ছিলো তবে বেলা বাড়ার সাথে সাথে লোকজন স্বাভাবিক হতে শুরু করেছে। কোনো ধরনের উশৃংখলতা ছাড়া শান্তিপূর্ণভাবে এই স্নান ও মেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।
Discussion about this post