আনোয়ারা প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, নারী কারো কণ্যা,কারো জায়া,আর কারো জননী,তাদের সম্মান করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে নারীর স্থান পুরুষের চেয়েও উপরে। নারীরা এখন শিক্ষা,দীক্ষাসহ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশে এখন অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বেশ গুরুত্ব দিচ্ছেন। বর্তমান সরকার নারীদের বয়স্ক ভাতা,বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, নারী শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষার সুযোগসহ নানা সুবিধা দিয়ে আসছে। যা অন্য কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই এসব সহায়তা অব্যাহত থাকবে। না হয় বন্ধ হয়ে যাবে।
আজ রবিবার ( ১৯ মার্চ ) বিকালে আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন‘মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিদেশীদের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । ধারাবাহিক সরকারের কারণে দেশের প্রতিটা সেক্টরে উন্নয়ন করা সম্ভব হয়েছে। দেশে উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। বেশিরভাগ নারীই ভূল করে। বিএনপি জামায়াতের ফাঁদে পড়ে নৌকার মার্কার বিরুদ্ধে ভোট প্রদান করে। নারীদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।
সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার আনোয়ারা-কর্ণফুলী উপজেলার দুইশত প্রশিক্ষাণার্থীকে সনদ ও ভাতা প্রদান করা হয়।
Discussion about this post