আনোয়ারা প্রতিনিধি : কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী থেকে সাগরপথে লবন নিয়ে চট্টগ্রামে যাওয়ার সময় ৫টি ট্রলার ডুবে সাগরে তলিয়ে গেছে ৭হাজার মন লবন, এতে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা তবে নিখোঁজ রয়েছে নেছার (২৭) নামের এক শ্রমিক। সে বাঁশখালী উপজেলা নাগু মিয়ার পুত্র বলে জানা যায়।
রবিবার (১৯) মার্চ সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় বঙ্গোপসাগরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।
এবিষয়ে কোষ্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোষ্ট গার্ড ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো জানা যায়নি। আর ২টি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Discussion about this post