মোহাম্মদ ওমর ফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান উপ কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল কৈয়ুম চৌধুরী।
এর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, পঙ্গু শিশুকে হুইল চেয়ার প্রদান।
১৭ মার্চ সকালে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচী শুরু করেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী। বিকালে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্ম্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন। পরে হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসায় এতিম শিশুদের সাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন ও খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, উপজেলা ছাত্রলীগ নেতা এম মাসুদ চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়, এমদাদুল হক রিয়াজ, মো.আরিফ, মোঃ মুবিন মো. মুবিন, মোঃ আরাফাত, মীর সাদ মাহমুদ, মোঃ জিসান, রিয়ন, হাকিম, নিলয়, জিহাদ প্রমুখ।
Discussion about this post