আনোয়ারা প্রতিনিধি ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২৩ উপলক্ষে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ মার্চ ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আব্বাস এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম,ছরোয়ার হোছাইন। শিক্ষিকা সোমা গুহের পরিচালনায় বক্তব্য রাখেন রোমানা আক্তার খানম,এস,এম,জয়নুল আবেদীন প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র অনিরুদ্র।
Discussion about this post