“নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনে, গড়ি বৈষম্যহীন সমাজ, সমতার আহবানে” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে গত ৮ মার্চ’২০২৩ সারাবিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় আজ ১৬ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পাঠানটুলি নাজিরপুলস্থ সূর্যের হাসি নেটওয়ার্ক মাদারবাড়ী ক্লিনিকের উদ্যোগে, ক্লিনিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গর্ভবতী মায়েদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারবাড়ী সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি ও সমাজ দরদী জনাব দোস্ত মোহাম্মদ এর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যাপক ও নারী নেত্রী বিবি মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার মল্লিক। প্রধান আলোচক ছিলেন মাদারবাড়ী সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ রোখসানা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন মাদারবাড়ী সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন পাঠানটুলি গায়েবি মসজিদের সহকারী মোতোয়ালি ও সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সচিব মোহাম্মদ রাশেদ খান। অনুষ্ঠানে ১০ জন গর্ভবতী মায়েদের সংবর্ধনা প্রদান করা হয় এবং অনুষ্ঠানে তাদের পরিবার বর্গকেও আমন্ত্রণ জানানো হয়। একইসাথে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়ের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, এক্ষেত্রে পরিবারের সদস্যদের বিশেষ ভূমিকা রয়েছে । একটি সুস্থ্য মা পারে, একটি সুস্থ্য সন্তান উপহার দিতে। বক্তারা আরো বলেন মাতৃ জাতির প্রতি আমাদের সহনশীল আচরনে একটি সুন্দর পরিবার ও সমাজ গঠনে সহযোগিতা যোগাতে পারে। তাই পরিবারের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে মায়েদের মাতৃতকালীন সেবা গ্রহনসহ সার্বিক কাজে সহযোগিতায় সক্রিয় ভূমিকা আমাদের গুরুত্বপূর্ণ।
Discussion about this post