আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী চাতরী চৌমুহনী বাজার এবার ৭০ লক্ষ (ভ্যাট বাদে) টাকায় ইজারা দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলার হাট-বাজার ইজারার দরপত্র খোলার দিনে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাজারের ইজারা পান উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান। দ্বিতীয় সর্বোচ্চ দর দিয়েছেন বর্তমান ইজারাদারের পক্ষে মো. শাহাদাত হোসেন ৬৭ লক্ষ টাকা। অন্যদিকে গতকাল বুধবার হাট-বাজার ইজারার শেষ দিনে দুপুর দেড়টা পর্যন্ত দরপত্র বক্সে সরকার হাট ইজারার জন্য কেউ দরপত্র ফরম ফেলতে পারেনি। ফলে সরকার হাটের জন্য পুনরায় ইজারা আহবান করা হবে বলে জানা গেছে।
চাতরী চৌমুহনী বাজারের নতুন ইজারাদার উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান জানান, নতুন ইজারাদার হিসেবে চাতরী চৌমুহনী বাজারকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাজারে রুপান্তর করা হবে। সাধারণ ব্যবসায়ীদের কথা মাথায় রেখে হাসিলের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, আজ সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার হাট-বাজার ইজারার শেষ সময় ছিল। এর মধ্যে সরকার হাট ছাড়া বাকী হাট বাজার গুলোর ইজারা সম্পন্ন হয়েছে। সরকার হাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হবে।
Discussion about this post