আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ার ইয়াছিন খানের বাড়ীতে গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ১১ পরিবারের মধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে নগদ অর্থ, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ। ১৫ মার্চ বিকাল ৩ টায় অগ্নিকান্ডস্থলে এই ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আবু ছৈয়দ, ইউপি সদস্য মো. ইছহাক, মো. রফিকসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন অগ্নিকান্ডস্থল পরিদর্শণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক ইমন জানান, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল এবং শুকনা খাবারের ব্যবস্থা করেছি। পরবর্তীতে ডেউটিনসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে।
Discussion about this post