আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় মহিউদ্দিন নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের জমি কৌশলে নামমাত্র মূল্যে রেজিষ্ট্রি নেয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্বজনরা। গত ১২ মার্চ আনোয়ারা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিউদ্দিনের বোন জাহানারা বেগম বাদী হয়ে আনোয়ারা থানা, সাব-রেজিষ্ট্রি অফিস ও ভূমি অফিসে ঘটনার সাথে জড়িত দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগম,মো. মহিউদ্দিন ও জেসমিন আকতার তিন সহোদর ভাই-বোন। তারা বরুমচড়া গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাকের সন্তান। স্থনীয় একটি চক্র বোনদের না জানিয়ে মানসিক ভারসাম্যহীন ভাই মহিউদ্দিনের নামে জমি নামজারি করিয়ে কৌশলে সম্পত্তি রেজিষ্ট্রি নিতে গেলে স্বজনদের বাধায় ব্যর্থ হয়। পরে ঘটনা জানাজানি হলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
মহিউদ্দিনের বোন জাহানারা বেগম বলেন, আমার ভাই একজন মানসিক ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধী। আমরা থাকি শশুর বাড়িতে। আমাদেরকে না জানিয়ে একটি চক্র আমার ভাইয়ের নামে নামজারি খতিয়ান করে কৌশলে তার কাছ থেকে জমি রেজিষ্ট্রি নিতে সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। আমরা জানতে পেরে তা প্রতিহত করি।
আনোয়ারা থানার এ এস আই কৃষ্ণ লাল রায় বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post