চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাধীনতার মাস উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সন্ধা ৭টায় উপজেলা জিমনেসিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা দল ( ইউএনও) কে ২-০ সেটে পরাজিত করে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয় বারশত ইউনিয়ন পরিষদ। এর আগে ৩য় স্থান নির্ধারনী ম্যাচে চাতরী ইউনিয়ন পরিষদকে পরাজিত করেন উপজেলা দল ( সহকারী কমিশনার ভূমি )।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এসময় অন্যান্যদের সরকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, কৃষি অফিসার রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল সহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা, রানারআপ দলকে ১০ হাজার টাকা ও ট্রপি প্রদান করা হয়।
Discussion about this post