আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে’র এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মার্চ) বেলা ১২টায় উপজেলার হাইলধরস্থ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন বৈদ্য ও এনামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসানুজ্জামান চৌধুরী জোসেফ, বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রাক্তন সিনিয়র শিক্ষক আশীষ কুমার ধর ও নুরুল আলম চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ মনিরুদ্দিন, রনতোষ দে, আব্দুল হান্নান, হুমায়ুন কাদের, শাহীন আক্তার, মরজিনা আক্তার, চন্দনা নন্দী, শাহে নেওয়াজ, মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য হাসানুজ্জামান চৌধুরী জোসেফ বলেন, আমরা তোমাদের বিদায় দিচ্ছিনা বরং তোমাদের হাতে একটা পতাকা তুলে দিচ্ছি। দেখি তোমরা সে-ই পতাকা কত দূরে নিয়ে যেতে পারো। তাহলেই তোমাদের নিজেদের, এই বিদ্যালয়ের এবং এই দেশের উন্নতি হবে। আর তোমাদের প্রতি একটায় দাবি, যে যেখানে থাকো না কে-ন দুর্নীতি থেকে দূরে থাকবে।
Discussion about this post