মোহাম্মদ ওমর ফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভা সদরের সাধারণ ও বিজ্ঞান বিভাগ মঞ্জুরীপ্রাপ্ত. ঐতিহ্যবাহী জোয়ারা ইসলামিয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত জে.এম. সোসাইটি(জোয়ারা মাদ্রাসা শাখা) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মাদ সেলিম উল্লাহকে সভাপতি ও তৌহিদুল ইসলাম (রানা)কে সাধারণ সম্পাদক করে ১২ জনের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলীর সাথে সংঠনের উপদেষ্টা,মাসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম ও নবগঠিত কার্যকারী পরিষদের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নব নবগঠিত কমিটিতে স্থান প্রাপ্ত বাকি নেতৃবৃন্দরা হলেন,১ নং সহ-সভাপতি সাজ্জাদ হোসেন আল কাদেরী,২নং সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ সামিউদ্দিন,৩নং সহ-সভাপতি মোহাম্মদ তাহাসজিবুল আনোয়ার অভি,
যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ তালুকদার, মিজানুর রহমান।সংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক নাবিদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব হাসান তাজবী, ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহ্ রাহান, মহিলা বিষয়ক সম্পাদিকা মিফতাহুল জান্নাত।
উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেবে।
Discussion about this post