আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সার কারখানার বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানি খেয়ে ১২টি গরু-মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। তবে সিইউএফএল বন্ধ চার মাস ধরে। দায় নিতে নারাজ ডিএপি সার কারখানাও।
বৃহষ্পতিবার (০৯ মার্চ) দুপুর থেকে গোবাদিয়া খালের পাড়ে গরু-মহিষগুলো মারা যান বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তরা হলেন, মোঃ এরফান, মোঃ ইব্রাহিম, কাশেম, জহুর লাল সিংহ, মোঃ ছৈয়্যদ জামাল, মোঃ একরাম, মোঃ জাকের, মোঃ কামাল হোসেন,মোঃ পারভেজ।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, সারকারখানার বিষাক্ত বর্জ্যে স্থানীয়দের ১২টি গরু-মহিষ মারা গেছে। এর আগেও বেশ কয়েকবার বিষাক্ত পানির কারণে অনেক গরু-মহিষ মারা গেছে। আমরা বার বার স্থায়ী একটি ব্যবস্থা নেয়ার জন্য বলে আসলেও কারখানা কর্তৃপক্ষ শুনেনি। রাতে মৃত পশু গুলোর পোস্টমর্টেম করা হয়েছে। বিষক্রিয়ায় মারা গেলে ক্ষতিপূরণ দিবে বলেছে ডিএপি কর্তৃপক্ষ।
সিইউএফএলের ব্যবস্তাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, সিইউএফএল তিন মাস ধরে বন্ধ। কারখানা এখন উৎপাদনে নেই। তাই আমাদের বিষাক্ত পানি বের হওয়ার প্রশ্নই উঠেনা।
ডিএপি সার কারখানার মহা ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমাদের কারখানা থেকে যে পানি বের হয় তাতে পশুর মৃত্যুর সম্ভাবনা নেই। তারপরও মৃত পশুগুলো পোস্টমর্টেম করে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post