মোহাম্মদ ওমর ফারুক : চন্দনাইশ প্রতিনিধি
দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬৬ তম সভা ও মাদ্রাসার সদ্য প্রয়াত অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আমিনুর রহমান (রহঃ) এর স্মরণ সভা আগামী শুক্রবার ১০ মার্চ সকাল হতে রাতব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস আর এম আজগর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলায়মান ফারুকী। এছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ স্হানীয় সাংবাদিকবৃন্দ ও দেশবরেন্য ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন।
Discussion about this post