আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম.ছরোয়ার হোছাইন আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলাশ কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াংকা দাশ গুপ্তার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনু রানী শুর, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোক্তার হোসেন, রাজু দাশ গুপ্ত, সাংবাদিক জাহিদ হাসান হৃদয়, মোঃ জাবেদুল ইসলাম, মোঃ রিয়াদ হোসেন, মোঃ আরফাতসহ প্রমুখ।
Discussion about this post