আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহতরপাড়া এলাকার বেড়িবাঁধ ও কেঁয়াগড় কান্দরিয়া খালের ভেঙে যাওয়া স্লুইস গেইট পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত শহীদ ও ভূমিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।
শুক্রবার (৩রা মার্চ) দুপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেন তারা।
এসময় আনোয়ারা উপজেলা আ: লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান আফাতাব উদ্দিন চৌধুরী সোহেল, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দ, আওয়ামলীগ নেতা রঘুপতি সেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী অনুপম দাশ, এসও মো. কায়ছার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পরিদর্শণ শেষে ভূমিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, স্থানীয় জনসাধারণের মতামতের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণের সাথে পরামর্শক্রমে অতি দ্রুততম সময়ের মধ্যে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং অক্টোবরের দিকে নতুন স্লুইস গেইট নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত শহীদ জানান, আমরা প্রথমে চলতি বছরের অক্টোবরে নতুন স্লুইস গেইট নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের দাবী আগে খাল বন্ধ করে বেড়িবাঁধ নির্মাণ করে পরে স্লুইস গেইট নির্মাণ করার। বিষয়টি বিবেচনায় ধরে আগে খাল বন্ধ করার কার্যক্রম হাতে নেওয়া হবে।
Discussion about this post