চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ও ৫ নং বরমা, দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সাতঘাটিয়া পুকুর পাড় ব্যবসায়ী সমিতির ২০২৩-২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০শে মার্চ সোমবার। প্রায় দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হবে এই সমিতির কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনের খবর সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন প্রার্থী ও সমর্থকরা।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ মার্চ, সকাল ১০ টা হতে বিরতিহীনভাবে বিকেল তিনটা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সমিতির নিজ কার্যালয়ে। নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মোঃ মফিজ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুবল কুমার দেব, ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান, শ্রীকান্ত দে, মোঃ জোবাইদুল করিম, সদস্য পদে মোহাম্মদ মিজান, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ আহমদ হোসেন, রাজিব সরকার সহ, সর্বমোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন
নির্বাচনের ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন করেছে বলে জানান তিনি।
Discussion about this post