আনোয়ারা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, তালিবালি ১৪নাম্বার কাজের মধ্যে আমি নাই। ভালো কাজের সাথে আমি আছি। আমার নাম ভাঙিয়ে কেউ খারাপ কাজ করতে এলে তাকে বেঁধে রাখবেন আর কেউ আমার নাম দিয়ে ভালো কাজ করতে চাইলে তাঁকে সহযোগিতা করবেন।
এসময় মন্ত্রী মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর বয়স কমে আসছে। মৃত্যু এবং সকারাত ছোটো কিয়ামত। তাই সবাই ন্যায়ের পথে ফিরে আসুন।
শুক্রবার (০৩রা মার্চ) উপজেলার বরুমচড়া আফাজ উল্লাহ জামে মসজিদে জুমার আগে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, সামনে শবে বরাত এবং রমজান আসতেছে। তাই এসব পূর্ণময় সময়ে আপনারা আমার ও আমার পরিবারের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা আজাদ শিকদার, খোরশেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post