আনোয়ারা প্রতিনিধি : ট্টগ্রামের আনোয়ারায় টি আর প্রকল্পের ৩২ আশ্রয়হীনদের মাঝে দেয়া ঘর পরিদর্শনে এলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামি লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার সময় উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ন ও ৫নং বরুমচড়া ইউনিয়নে নির্মিত এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন। চার উপকারভোগী হলেন, ৬নং বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস, হাজীগাঁও গ্রামের জাকির হোসেন, ঝিউরী গ্রামের নাছিমা আক্তার ও ৫নং বরুমচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কহিনুর আকতার।
এসব ঘর হস্তান্তরকালে উপকারভোগী ও গ্রামবাসীর সাথে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি গ্রামের মহিলাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। মতবিনিময়কালে তিনি বলেন, আপনারা আমার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন বিধায় আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার। এছাড়াও প্রধানমন্ত্রী দেশকে ক্ষুধা মুক্ত করতে বিভিন্ন ভাতা চালু করেছেন বলে জানান তিনি। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার চৌধুরী, আওয়ামিলীগ নেতা আবুল বশর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী ফৌজিয়া, রায়পুর ইউনিয়ন আ: লীগ নেতা আব্দুর রহিম,
সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা তাঁতীলীগ নেতা আজিজুল হক আজিজ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আরডি রাহুল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন ছোটন প্রমুখ।
Discussion about this post