আনোয়ারা প্রতিনিধি : গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, উপজেলা কেন্দ্রীক এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুবই প্রশংনীয় এবং সেই সাথে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ধরনের হাসপাতালের বিকল্প নেই। তাই সকল বিত্তবানদের উচিত এমন স্বাস্থ্যসেবাদান প্রতিষ্ঠানের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখা এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সেবার মান বাড়ানো।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে “আনোয়ারা মা-শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” উদ্ধোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ,আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব,হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দীন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন প্রমুখ ।
Discussion about this post