আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষায়িত হাসপাতাল আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার শুভ উদ্বোধন হবে আগামী (২৫ ফেব্রুয়ারি) শনিবার। এটির উদ্ভোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় হাসপাতালে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারেকুল ইসলাম, মোঃ ইদ্রিসসহ প্রতিষ্টানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
খতমে কোরআন শেষে প্রতিষ্টানের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রারাসার অধ্যক্ষ মৌলানা আবুল কাসেম।
Discussion about this post