অধিকার ডেস্ক : ‘স্বপ্নিল আবাসন, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’—স্লোগানে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজনে শুরু হচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩’। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চার দিনের এ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল বুধবার রিহ্যাবের চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।
মেলা উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মেলায় অংশ নেবে মোট ৪৮ প্রতিষ্ঠান।
রিহ্যাব মেলায় ‘উইকন প্রপার্টিজ’: রিহ্যাব মেলায় বিলাসবহুল আবাসন প্রকল্প নিয়ে অংশ নেবে চট্টগ্রামের আবাসন কোম্পানি ‘উইকন প্রপার্টিজ’। মেলায় একমাত্র গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর প্যাভিলিয়ন নম্বর-০২।
প্রতিষ্ঠানের পরিচালক মেহেদী ইফতেখার জানান, পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ আবাসন প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামে স্বতন্ত্র জায়গা করে নিতে সক্ষম হয়েছে উইকন প্রপার্টিজ। উইকনের এক প্রতিষ্ঠানেই আছে আবাসনের সব কিছু।
তিনি আরও জানান, আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে রড, সিমেন্ট, কংক্রিট, রেডিমিক্স, যাবতীয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের সবকিছুই আছে উইকনের ইনহাউসে। ‘ডিজাইন বিল্ড ম্যাটেরিয়াল’ এই স্লোগানে প্রতিষ্ঠার শুরু থেকেই সর্বোচ্চ এবং পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আবাসন শিল্পে যাত্রা উইকন প্রপার্টিজের। এবারের রিহ্যাব মেলায় উইকন অত্যাধুনিক কিছু আবাসন প্রকল্প উপস্থাপন করবে।
Discussion about this post