আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ দিদার (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ১১টার দিকে এ ঘটনা ঘটে।।
নিহত দিদার আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী এলাকার বাসিন্দা বদিউর রহমানের ছেলে।
এ বিষয়ে কেইপিজেড কর্তৃপক্ষ জানায়, ইলেকট্রিশিয়ান দিদার ২১ নাম্বার সু সেক্টরে কর্মরত ছিল। কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, কাজ করার সময় দিদার নামে একজন ইলেক্টেশিয়ানের মৃত্যু হয়েছে। সে কেইপিজেডে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিল
Discussion about this post