আনোয়ারা প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, এম এন ইসলাম, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, সাংবাদিক মো. ওসমান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ তথা সারা বিশ্বের নিকট গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও স্বীকৃত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা,উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা, চিত্রাংকন ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post