আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ৩লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।দণ্ডপ্রাপ্ত আলী আকবর (৩০) জুলধা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার বলেন, এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ তিনলাখ টাকা জরিমানা করা হয়। কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post