আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় শ্রীশ্রী সত্যনারায়ন পীরগাছ সেবাশ্রমের দুইদিন ব্যাপী ২৩ তম অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি এই মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধিবাস, পূজার্চনা ও শ্রীমদ্ভগত গীতাপাঠ, মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন, দধীমঙ্গল, মহাপ্রভুর ভোগ, মহামিলন ও মহোৎসব সমাপ্তি, অধিবাস কীর্তন, মহা প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
দীপাল চন্দ্র শীল এর সঞ্চালনায় এবং পরেশ চন্দ্র শীল এর সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন ডা: মতিলাল শীল।
ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী, উদ্বোধক ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন আজাদ সিকদার, রফিক আহমদ বাবলু,খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য রুমা আকতার, সুধীর রঞ্জন শীল,যদু রাম শীল, বিধান শীল,নেপাল শীল, এড সুরেশ কান্তি শীল প্রমূখ।
প্রথম অধিবেশনে শ্রীমদভগবদগীতা পাঠ করেন- শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ। সনাতনী সেবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় গীতা প্রতিযোগিতা।
এতে নাম সূধা পরিবেশন করেন মদনমোহন সম্প্রদায় (সাতক্ষীরা), অনন্ত কৃষ্ণ সম্প্রদায়- (লোহাগাড়া), শ্রীশ্রী সত্যনারায়ন মন্দির (হাটহাজারী), জয় মহাপ্রভূ সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া। আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণ সহ হাজারো ভক্তদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানিকতার মাধ্যমে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।
Discussion about this post