পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ধর্ম মানুষকে বিনয়ী করে। ধর্মীয় অনুশাসন মানুষকে অন্যায়, অসত্য ও পাপাচার হতে বিরত রাখে। ধর্মের মূল মর্মবাণী হলো মানবতা। যুগেযুগে বিভিন্ন ধর্মের মহাপুরুষরা মানবতার জয়গান গেয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বাংলাদেশ পূজা পরিষদ-চট্টগ্রাম জেলার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পটিয়া উপজেলা পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ পটিয়া উপজেলার আহ্বায়ক শিক্ষক স্বপন কান্তি নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজীব দাশগুপ্ত ছোটনের সঞ্চালনায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত। মহান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। প্রধান বক্তা ছিলেন বাগীশিক-চট্টগ্রাম মহানগর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য রণজিৎ কুমার দাশ, বোয়ালখালী উপজেলার সদস্য সচিব বিপ্লব দাশ বাবু, সমাজসেবক খোকন চন্দ্র দাশ, প্রদীপ কুমার চৌধুরী ও গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ বোয়ালখালী উপজেলার সমন্বয়ক উজ্জ্বল শুক্ল দাশ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন যথাক্রমে গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য সচিব অধ্যাপক শিপুল দে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল। গীতা পাঠ করেন চাপড়া সর্বজনীন শ্রীশ্রী রামঠাকুর সেবামন্দির গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির পরিচালক অমিত চক্রবর্ত্তী আয়ুস ও তাঁর দল এবং কোলাগাঁও জয়রাম সংগীত নিকেতন।
সবশেষে অতিথিরা ১৪২৯ বঙ্গাব্দের শারদীয় দুর্গোৎসবে পটিয়া উপজেলার শ্রেষ্ঠ পূজামণ্ডপ মুজাফরাবাদ সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি (১ম স্থান), হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ (২য় স্থান) ও কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গাবাড়ির (৩য় স্থান) কর্মকর্তা, পটিয়া উপজেলাধীন বিভিন্ন গীতা স্কুলের প্রশিক্ষক এবং গীতা প্রতিযোগিতার পটিয়া উপজেলা পর্বে বিজয়ীদের মধ্যে প্রশংসা সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
Discussion about this post