আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বারখাইন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দিলীপ কুমার মজুমদার পরলোক গমন করেছেন।
গতকাল রবিবার ( ১২ ই ফেব্রুয়ারি ) বিকেল তিনটায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি সুগ্রীব মজুমদার দোলন এর পিতা।
দিলীপ কুমার মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি, উপজেলা আওয়ামীলীগ সহ অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ। ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এক শোকবার্তায় বলেন, আমি শিক্ষক দিলীপ কুমার মজুমদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
Discussion about this post