আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
নিখোঁজের দু’দিন পর বাঁশখালীর সাঙ্গু নদীর পাড়ে ভেসে এলো কৌতুক অভিনেতা হরিপদ ঘোষের মরদেহ।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড়ে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে হরিপদ ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আনোয়ারা উপজেলার ১ নং ওয়ার্ড কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে । হরিপদ জে সি নাট্যগোষ্ঠী শক্তিমান কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত ছিল বলে জানা গেছে ।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে
পরৈকোড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এম তৌহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে তালসরা মুরালী খালের পাড়ে কাপড় খুলে অজ্ঞাত কারণে পানিতে নামে হরিপদ ঘোষ এরপর ওখানে তিন ডুব দেওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এর পর পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। পর দিন শুক্রবার বরকল ব্রিজ এলাকায় তাকে ভাসতে দেখা গেলোও আবার অদৃশ্য হয়ে যায়। আজ রবিবার সকালে পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকালে দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post