আনোয়ারা প্রতিনিধি :
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনোয়ারা উপজেলার প্রথম কামিল স্বীকৃতিপ্রাপ্ত পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসার আজ শনিবার সকালে কামিল ১ম বর্ষের সবক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী। আনোয়ারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস, ছোবাহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, অধ্যক্ষ মোঃ আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ আব্দুল খালেক শওকী, অধ্যক্ষ মহিউদ্দিন হাশেমী, ড, মোহাম্মদ খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল মোমেন আনোয়ারী, অধ্যক্ষ মোজাম্মেল হক, অধ্যক্ষ মোকতার, অধ্যক্ষ মাওলানা সোলাইমান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আহমদ হোসেন, গোলাম মোহাম্মদ, মোঃ ইউসুফ, আবু তাহের, এয়ার মোহাম্মদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশেকুর রহমান।
খতমে কোরআন, খতমে বুখারী মাধ্যমে কামিল হাদিসের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭৫ বছর পর ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের থেকে পশ্চিমচাল ইসলামিয়া মাদ্রাসা কামিলের স্বীকৃতি পেয়েছে। কামিল প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসের সবক দিয়েছেন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান। সবক অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার মাদ্রাসার প্রধানগণ, পশ্চিমচাল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান বলেন আজ আনোয়ারা বাসী ধন্য, মাদ্রাসার ম্যানেজিং কমিটি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সহ এলাকার লোকজন আনন্দিত। আনোয়ারায় বহু বড় বড় আলেম জন্ম নিয়েছেন। ইসলামী শিক্ষা-দীক্ষায় অতুলনীয় জ্ঞানী ছিলেন আলেমগণ। বহু প্রতীক্ষিত কামিল মাদ্রাসার আনোয়ারবাসীকে গৌরবান্বিত করেছেন। শিক্ষার্থীদের কে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।
Discussion about this post